

নিজস্ব প্রতিবেদন:
দৈনিক প্রচেষ্টা নিউজ টোয়েন্টিফোর ডটকম, অনলাইন নিউজ পোর্টাল এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন, সমাজ কল্যানে আগ্রহী হোন আর অনলাইন গনমাধ্যমে কাজ করতে যদি ইচ্ছা থাকে তবে আবেদন করতে পারেন।
যোগ্যতাসমূহঃ
১. সর্বনিম্ন (এসএসসি) পাস হতে হবে।
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
৩ . সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
৪. মিশুক মনের অধিকারী হতে হবে।
৫. চালাক ও সাহসী হতে হবে।
৬.পুরুষ / মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
৭. নেশা ও মাদক মুক্ত হতে হবে।
শর্তসমূহঃ
১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৩. কপি নিউজ করা যাবে না।
৪. বাসি নিউজ করা যাবে না।
৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৬. মাসে অন্তত ১৫ টি অনলাইন নিউজ ও দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
সুযোগ সুবিধাঃ
১. সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে
২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৩. পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে পত্রিকা পাশে দাঁড়াবে।
৪. পত্রিকার লোগো সহ প্রতিবছর একটি টিশার্ট , আইডি কার্ড দেওয়া হব।
৫. বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে
৬.উৎসব ভাতা প্রদান করা হবে
নিয়োগ প্রক্রিয়াঃ
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে এবং নির্বাচিতদের কে নিজ উপজেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে।
আবেদন পাঠাবেন নিচের এই ঠিকানায়
জনতা বাজার, তাহিরপুর, সুনামগঞ্জ।
এম এ মান্নান
প্রকাশক ও সম্পাদক
মোবাইল নং +8801725182178
Facebook ID
ইমেইলঃ abdulmannanfokir@gmail.com
মোঃ আমির হোসেন
বার্তা সম্পাদক
মোবাইল নং +8801811952512
Facebook ID
ইমেইলঃ hossianamir502@gmail.com
প্রচেষ্টা নিউজ টুয়েন্টিফোর
মোবাইল নং
+8801725182178
+8809696582178
+8809638982178
ইমেইল এড্রেস, pracestanews24@gmail.com /
আপনার মতামত লিখুন :