[gtranslate]

FVS ফোরামের সংবর্ধনা সভা ও ক্যালেন্ডার বিতরণ সম্পন্ন :


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২২, ২:০০ অপরাহ্ণ / ১৬৮
FVS ফোরামের সংবর্ধনা সভা ও ক্যালেন্ডার বিতরণ সম্পন্ন :

 

জেলা প্রতিনিধি:
পঞ্চগ্রাম সামাজিক ফোরাম (FVS) এর কর্তৃক FVS ফোরামের সাধারন সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুল হাসান শুয়েব সাহেবকে কে সংবর্ধনা ও ক্যালেন্ডার বিতরণী সম্পন্ন হয়েছে।
১৬/০১/২০২২ ইং রোজ রবিবার, বেলা ২ঘঠিকার সময় রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে FVS ফোরামের এ কার্যক্রম অনুষ্টিত হয়।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন FVS ফোরামের সাধারন সম্পাদক কামরুল হাসান শুয়েব।

তিনি তাঁর বক্তব্যে বলেন FVS ফোরাম একটি সামাজিক ও মানবিক সংগঠন।সামাজিক ও মানবিক কাজ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের (সংগঠনের)চিন্তাভাবনা বিশাল আছে।আমরা সময়ের সাথে সাথে আমাদের চিন্তাভাবনাগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন,সহযোগিতা করবেন।ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো।আমরা সফলকাম হবো। এরপর ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়।পঞ্চগ্রামের পাঁচজনের নিকট তাদের ক্যালেন্ডার পৌছিয়ে দেয়া হয়।