

নিউজ ডেস্ক:
পদ্মা সেতু ও টোল প্লাজার নিরাপত্তায় অত্যাধুনিক ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে সেতু কর্তৃপক্ষ। দুই প্রান্তের টোল প্লাজায় বসানো হচ্ছে ৩৪টি উচ্চ ক্ষমতার ক্যামেরা। সেতুর নিরাপত্তার পাশাপাশি যানবাহনের গতি পর্যবেক্ষণেও এসব রোবোটিক ক্যামেরা রাখবে উল্লেখযোগ্য ভূমিকা।
চলতি বছরের ২৬ জুন থেকে পদ্মা সেতুতে চলছে যানবাহন। গত দেড় মাসে সেতুর ওপর ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ঘটে একাধিক দুর্ঘটনা। এতে ক্ষতিগ্রস্ত হয় টোলপ্লাজার টুলবক্স ও নলবেরি।
সেতুতে দুর্ঘটনা এড়াতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার রোবোটিক ক্যামেরা সংযোজন করছে সেতু বিভাগ। প্রাথমিকভাবে সেতুর দুইপাশের টোল প্লাজায় সংযোজন করা হচ্ছে ৩৪টি হাই রেজুলেশন ক্যামেরা।
এরইমধ্যে টোল প্লাজার জাজিরা ও মাওয়া প্রান্তে বসানা হয়েছে অত্যাধুনিক দুইটি পিটিজেড ক্যামেরা। যার মাধ্যমে চারদিকে ঘুরে আড়াই কিলোমিটার এলাকার ছবি ধারণ সম্ভব।
সেতু কর্তৃপক্ষ বলছে, সার্বক্ষণিক তদারকি থাকায় পর্যবেক্ষণে থাকবে সেতু। সেই সাথে নিয়ন্ত্রণে থাকবে যানবাহনের গতি।
ক্যামেরা স্থাপনের কাজটি বাস্তবায়ন করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে এই কাজ।
আপনার মতামত লিখুন :