

নিজস্ব প্রতিবেদন:
আজ ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার, সকাল ১০ টার খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার বেলছড়ি সুইজারল্যান্ড এরিয়ার ফেনি নদীতে পরিচ্ছন্নতা অভিযান করেছে ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি জেলা।অভিযানে নেতৃত্ব দেন ও শপথ বাক্য পাঠ করান ক্লিন রিভার বাংলাদেশ খাগড়াছড়ি জেলার ডিষ্ট্রিক ক্যাপ্টেন জনাব আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ডিস্ট্রিক্ট কো-ক্যাপ্টেন সদস্যরা,
ডিষ্ট্রিক ক্যাপ্টেন বলেন, নদীর সাথে আমাদের পরিবেশ, জীব- বৈচিত্র্য, খাদ্য, কৃষি, জনস্বাস্থ্য, জীবিকা, যাতায়াত ব্যবস্হা ও মৎস সবকিছু জড়িত। তাই নদী বাঁচলেই বাঁচবে দেশ, নদী পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক দায়িত্ব। আসুন আজ থেকে শপথ নেই আমি নিজে নদীতে ময়লা আবর্জনা ফেলবো নাহ, ও নদী দখলে নিবো নাহ, অন্যকে করতেও দেবো নাহ,
আপনার মতামত লিখুন :