[gtranslate]

পীরগঞ্জ পৌরসভার স্লুইসগেট বিনোদন কেন্দ্রের অপার সম্ভাবনা।। 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৪, ২:৩৭ অপরাহ্ণ / ৩৯
পীরগঞ্জ পৌরসভার স্লুইসগেট বিনোদন কেন্দ্রের অপার সম্ভাবনা।। 

হানিফ মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:- 

রংপুরের পীরগঞ্জ পৌরসভার আখিরা নদীর স্লুইসগেট এলাকা নতুন বিনোদন কেন্দ্রে অপার সম্ভাবনা। বড়বিলা বিলের উৎসমুখ স্লুইসগেট এলাকায় পানি প্রবাহ উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে পানি প্রবাহ দেখতে প্রতিনিয়ত ভীড় করেন হাজারাও মানুষ, দূর দূরান্তের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ভীড় বেড়েই চলছে। উন্মুক্ত জায়গায় অন্য স্থানে বিনোদনের সু-ব্যবস্থা না থাকায় পরিবার পরিজন নিয়ে ছুটে যান বিনোদন প্রেমিরা। বন্ধের দিনে অসংখ্য মানুষের ঢল নামে। ঘুরতে আসা মানুষের জন্য পীরগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে নদীর দুই তীরে পাড় ধসে কিংবা পানির সু-নিষ্কাশনের জন্য বসানো হয়েছে ব্লোকের বাঁধ। এছাড়াও স্লুইসগেটের তিনপার্শ্বে স্টিলের রেলিং দিয়ে ঘিরে অপরূপ সুন্দরভাবে বসানো হয়েছে ছাতার আকৃতি বসার ছাউনি। নামজ ঘর ও পাবলিক টয়লেট ছাড়াও বেশ কয়েকটি চা ও ফুসকার দোকান এখানে বর্তমানে দৃশ্যমান। স্লুইসগেটে ঘুরতে আসা পীরগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের হাজ্বী শরীফ নেওয়াজ,মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের তরুন শিল্পপতি রবিউল ইসলাম বেলাল , উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রওশনআরা আলম রিনা বলেন বিনোদন কেন্দ্র হিসেবে স্লুইসগেটটি ভালোই পরিচিতি লাভ করেছে তবে এখানে আরও অনেক অদৃশ্যমান কাজ দৃশ্যমান হলে রংপুর বিভাগের মধ্যে এটিও সম্ভাবনাময় বিনোদন কেন্দ্র পরিনত হত। যেমন, স্লুইস গেটের দুইধারে পর্যাপ্ত বসার জায়গা, আলোর সুব্যবস্থা, বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণ, নদীর এপার হতে ওপারে একটি সুদৃশ্যমান ফুটব্রীজ, প্রশাসনের নজরদারি বৃদ্ধিসহ, যানবাহন রাখার সুব্যবস্থাসহ ফাস্ট ফুড ও জান্কফুডের দোকান-পাটের প্রয়োজন আছে বলে মনে করেন উল্লেখিত ব্যক্তিরা। এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মশিউর রহমান পারভেজ, রাসেল প্রধান, আলমগীর হোসেন ও কবিরুল ইসলামের সাথে কথা হলে তারা বলেন নদীর দুইধেরই ব্লক বাসানোর কাজ চলমান এটি নির্মান হলে নদীর দুই পার দিয়ে মানুষের চলাচলের সুবিধার্থে দশফিট রাস্তা পাকাকরণ, মাঝে মাঝে সুদৃশ্য বসার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে । এবং বড়বিলা বিলের পানির দরগাহ পর্যন্ত ঘুরতে আসা মানুষের বিভিন্নমূখী রাস্তা পাকাকরণ করা হবে যেমন ১নং ওয়ার্ড তুলারাম মজিদপুর মাজার হতে স্লুইসগেট পর্যন্ত একটি রাস্তা এবং ব্রীজের ব্যবস্থা করা হবে যাতে রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড়-বিলা বিলের নৈশর্গীক সুন্দর্য্য উপভোগ করতে পারে। এ বিষয়ে অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন পৌরসভার স্লুইসগেটে ঘুরতে আসা মানুষের নিরাপত্তার জন্য টহল পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তৎপর আছে।