[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ৯:১২ পূর্বাহ্ণ / ৩২
চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

তাজরিন খান স্টাফ রিপোর্টার, 

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রোড মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের শান্তি মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। রাস্তা অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।  বিক্ষোভ থেকে গতকাল নিহতদের ওপর গুলি বর্ষণ কারিদের বিচার দাবি জানান শিক্ষার্থীরা। পরে দুপুর ১২ টার দিকে গায়েবানা জানাজায় অংশ নেন তাঁরা। পরে শান্তির মোড় থেকে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এর নানা স্লোগান দিয়ে আবারো নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাপ্তি ঘোষণা করে এবং কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণ দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রোড মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।