

জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলাধীন বানারেরপাড় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার এক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৩ জুলাই এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই দিন সকালে ওই মাদরাসা মাঠে নিয়োগ বন্ধের দাবিতে অবস্থান নেন ম্যানেজিং কমিটির দুইজন সদস্য সহ এলাকাবাসী।
ডিজি প্রতিনিধি ড.মোহাম্মদ হেদায়েত উল্লাহ এই নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ পরিক্ষা স্থগিত থাকবে।
অভিযোগ সূত্রে জানা যায়,বানারেরপাড় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার এবতেদায়ী প্রদানের নিয়োগের জন্য একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা অতি গোপনীয় ভাবে। উক্ত নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম অধ্যক্ষ সাহেব জনাব মোঃ জয়নাল আবেদীন গভঃ বডি নির্বাচিত সদস্যদের (অভিভাবক) ও শিক্ষক প্রতিনিধি মাত্র একজনকে জানিয়ে এবং অন্যান্য সদস্যদের না জানিয়ে গোপনে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকার বিনিময়ে জামাতে ইসলামের রোকনকে নিয়োগ প্রদান করার যাবতীয় কার্যক্রম গ্রহণ করেন। উক্ত নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্র যাচাই বাচাই, নিয়োগ কমিটি গঠন, নিয়োগ পরীক্ষা গ্রহণের তারিখ অত্যান্ত গোপনীয়তার সহিত করা হয়েছে। যাহা প্রমাণ হিসেবে নোটিশ খাতা ও রেজুলেশন খাতায় রয়েছে। নীতিমালায় উল্লেখ্য আছে নিয়োগ পরীক্ষা গ্রহণের পূর্বে অবশ্যই প্রার্থীকে ০৭(সাত) দিন পূর্বে সাক্ষাতকার পত্র পাঠাতে হবে। সেখানে ১১জুলাই সভা আহবান করে ১৩জুলাই নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারন করা হয়েছে। মোট কথা ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকায় নিজ দলের তথা জামাতে ইসলামের রোকনকে নিয়োগ প্রদান করার জন্য যা যা করা প্রয়োজন অধ্যক্ষ সাহেব ও সভাপতি মিলে তাই করছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানুয়ার হোসেন জানান, জামালপুর সদর উপজেলার ইউএনও মহোদয় বিষয়টি দেখার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। তদন্ত ছাড়া এখন কিছু বলতে পারছিনা।
মাদরাসার অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন জানান,আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। তাদের আবেদনের প্রেক্ষিতে আজকের নিয়োগ পরিক্ষা স্থগিত করেছে কতৃপক্ষ।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও নিয়োগ বোর্ডের সদস্য ফারুক হোসেন শাহীন জানান, আজকের যে নিয়োগ পরিক্ষা হবার কথা ছিলো৷ তা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। অপরদিকে অভিযোগকারীর আনিত অভিযোগ ক্ষতিয়ে দেখা হবে।
এই অবৈধ নিয়োগ কার্যক্রম বন্ধসহ প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গভ: বডি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ম্যানেজিং কমিটির সদস্যের একাংশ সহ এলাকাবাসী
আপনার মতামত লিখুন :