[gtranslate]

সিলেট অঞ্চলের উপসহকারী কৃষি অফিসারদের ১ম বর্ষপূর্তি উদযাপন 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৪, ৮:৪১ পূর্বাহ্ণ / ৬১
সিলেট অঞ্চলের উপসহকারী কৃষি অফিসারদের ১ম বর্ষপূর্তি উদযাপন 

নিজস্ব প্রতিনিধি:- 

সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ২০২৩ ব্যাচের প্রথম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন ২০২৪ ইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের হল রোমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ মতিউজ্জামান,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদির এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ বিমল চন্দ্র সোম উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ, বক্তব্য রাখেন কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা বাহার উদ্দিন,শুভেচ্ছা বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার জিল্লুর রহমান শাকিল, সোহানা আক্তার মিলি ও সুফিয়ান সারোয়ার।

অনুষ্ঠান শেষে অতিথিদেরকে নিয়ে কেক কাটা হয়। সবার সর্বসম্মতিক্রমে উপসহকারী কৃষি কর্মকর্তা ২০২৩ ব্যাচের ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে উপসহকারী কৃষি কর্মকর্তা তানভীর আহমদ কে সভাপতি, মোঃ আব্দুল কাদির কে সাধারণ সম্পাদক ও লোকমান আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়।

 অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পেশ করেন উপসহকারী কর্মকর্তা মোঃ আবাব মিয়া, গীতা পাঠ করেন সুব্রত শংকর রিঙ্কু।

দুপুর ১২ঃ০০ থেকে শুরু হওয়া বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান টি তে আলোচনা সভা কেক কাটা খানাপিনা ও কমিটি গঠন সহ মোট তিনটি পর্বে সুবিশাল কর্মসূচির মাধ্যমে বর্ষপুর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।