

মো: ছবুর আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোঃ অালী অাহম্মেদ কাজী’র বিরুদ্ধে নির্বাচনী অঙ্গীকারনামায় মিথ্যা ছাপিয়ে সাধারন ভোটারদের মাঝে প্রচার করে। এর প্রতিবাদে সোমবার (৩জানুয়ারি) বিকেলে বিঝারি বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোঃ অালী অাহম্মেদ কাজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, একটি কুচক্র মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ভোট নষ্ট করারা জন্য বিভিন্ন পাঁয়তারা করছে। এরই অংশ হিসেবে তাকে জড়িয়ে গত রোববার মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত নির্বাচনী অঙ্গীকারনামা সম্পর্কে মিথ্যা ছাপিয়ে বিভিন্ন বাড়িতে এবং ফেসবুকে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি করে। এই মিথ্যা গুজবে কান না দেয়ার জন্য ইউনিয়নের ভোটারদের প্রতি অনুরোধ জানান তিনি।
উল্যেখ্য,হাজ্বী মোঃ অালী অাহম্মেদ কাজী নির্বাচনী অঙ্গীকারনামায় উল্লেখ করেন “অামি বিঝারি বাজারের অাসে পাশে নিজ অর্থায়নে জমি ক্রয় করে ইউনিয়ন পরিষদ ভবন করব” ৷ কিন্তু এই কথাটাকে একটি কুচক্র মহল মিথ্যা প্রচার করেন।
সংবাদ সম্মেলনে নড়িয়া উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার অাব্দুস সালাম,বিঝারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল ঢালী ও অতীশ দ্বিপঙ্কর বিশ্যবিদ্যালয়ের পরিচালক মোঃ জোনায়েত অাহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :