[gtranslate]

বেগুনবাড়ি রাজাপুকুর বাজারে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মে ২৫, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ / ৩৪
বেগুনবাড়ি রাজাপুকুর বাজারে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার রংপুর।

ঠাকুরগাঁওয়ে প্রায় ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

আজ (২৫ মে) শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানের পুকুরের মাটি কাটাতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মূর্তিটি পায়।

পরে ওই শ্রমিকদের কাছে ঠাকুরগাঁওয়ের পুকুরে ইয়াছিন আলী নামে এক ব্যবসায়ী মূর্তিটি নিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নেয়।

বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন জানান, পুকুরে ১টি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।