[gtranslate]

বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি আশরাফুল ও নাসির হোসেন


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২১, ২:০০ অপরাহ্ণ / ১৭৭
বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি আশরাফুল ও নাসির হোসেন
(আশরাফুল ও নাসির হোসেন। সংগ্রহীত ছবি)

 

স্পোর্টস রিপোর্টার,

বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি এক সময়কার বাংলাদেশ দলের অন্যতম সদস্য মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সাইফউদ্দিনও এ আসরের আগে দল পাননি।

দল না পাওয়াদের মধ্যে আরও আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, তানজিদ হাসান তামিম, আনিসুল ইসলাম ইমন, আবু জায়েদ রাহী, সাইফ হাসান।

বিপিএলের অষ্টম আসরকে সামনে রেখে সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে বেশ কিছু চমক দেখিয়েছে ফ্রাঞ্জাইজিগুলো। পঞ্চপাণ্ডবের তিন সদস্য- মাশরাফী বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে দলে টেনেছে ঢাকা। যদিও এখনও মালিকানাবিহীন এই ফ্রাঞ্জাইজিটি। অন্যদিকে মুশফিকুর রহিম গেছেন খুলনায়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্লেয়ার্স ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছে বরিশাল। বরিশাল আরও দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল ও আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমানকে। মুস্তাফিজুর রহমানকেও প্লেয়ার্স ড্রাফটের আগে দলে ভিড়িয়েছে কুমিল্লা।

২০২২ দলের যারা যারা স্থান পেয়েছেন।

ঢাকা স্টার্স

মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, আরাফাত সানি, নাঈম শেখ, রুবেল হোসেন, ইমরানউজ্জামান, শফিউল ইসলাম, ফজল হক ফারুকি, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, আরিফুল হক, মাহমুদুল হাসান জয়, নাহিদুল ইসলাম, মঈন আলি, সুমন খান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, মহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ফাফ ডু প্লেসি ও সুনীল নারিন, ওশানে থমাস, কুশাল মেন্ডিস।

সিলেট সানরাইজার্স

এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, তাসকিন আহমেদ, মুক্তার আলি, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন, শফিউল হায়াত, সিরাজ আহমেদ, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, দীনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম।

খুলনা টাইগার্স

মুশফিকুর রহিম, মেহেদী হাসান, ফরহাদ রেজা, রনি তালুকদার, জাকির আলি, খালেদ আহমেদ, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলি, থিসারা পেরেরা, নবীন উল হক, ভানুকা রাজাপাকসে, নাবিল সামাদ, সিকান্দার রাজা, সেকুগে প্রসন্ন।

ফরচুন বরিশাল

সাকিব আল হাসান, নুরুল হাসান, তৌহিদ হৃদয়, দানুস্কা গুনাথিলাকা, শফিকুল ইসলাম, সারোয়ার হোসেন, সৈকত আলি, জিয়াউর রহমান, নাজমুল হোসেন, মেহেদি হাসান, ফজলে মাহমুদ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, ক্রিস গেইল, আলজারি জোসেফ, মুজিব উর রহমান, ওবেদ ম্যাকয়, নিরোশান দিকভেলা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আফিফ হোসেন, আকবর আলি, নাঈম ইসলাম, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, সাব্বির রহমান, রেজাউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস।