

মোঃ জাকারিয়া, প্রতিনিধিঃ- কুমিল্লা সিটি করপোরেশনের, মেয়র পদে, উপ নির্বাচনে, আওয়ামী লীগের, একক প্রার্থী হিসাবে ডাক্তার তাহসিন বাহার সূচি র নাম ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা য় এ সিদ্ধান্ত হয়। তাহসিন বাহার সূচি কুমিল্লা সংসদ নির্বাচনী এলাকা, কুমিল্লা ০৬ সদর আসনের চার বারের নির্বাচিত সাংসদ ও দেশ সেরা এম,পি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজি আ,ক,ম বাহাউদ্দীন বাহার এর বড় সন্তান। তাছাড়া ও ডাঃ তাহসিন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিপ্লবি সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবতার প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক। উক্ত বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ মুহাম্মদ শহীদ মহানগর আওয়ামীবর্তমান সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সহ পাঁচজনের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত সকলে সর্বো সম্মতিতে ডাক্তার তাহসিন বাহার সূচনা কে , একক প্রার্থী হিসাবে সমর্থন প্রদান করেন। ওই সময়ের সভাপতি, তার বক্তব্যে প্রয়াত মেয়র জনাব আরফানুল হক রিফাত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তা র বিদেহী আত্মার মাহফেরাত কামনা করে বক্তব্য শুরু করেন। এ সময় তিনি বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন মনিরুল হক সাক্কু। তার সময়ে দুর্নীতিও অনিয়ম লুটপাটের মাধ্যমেসি টি এলাকা ছিল কলুষিত। তিনি এবারও প্রার্থী হয়েছেন জনগণ তার এ দুর্নীতির সঠিক জবাব দিবেন। তাই যুব সমাজের আইকন ডাক্তার তাহসিন বাহার সূচনা, কে মেয়নর্বাচিত করে আধুনিক তারুণ্য নির্ভর সিটি উপহার দিতে হবে। এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ই,ভি,এম এর মাধ্যমে।
আপনার মতামত লিখুন :