[gtranslate]

টাঙ্গাইলে একদিনে এক লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ৪:০৩ অপরাহ্ণ / ৬৯
টাঙ্গাইলে একদিনে এক লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক

শাহবুদ্দিন তালুকদার পুন্য : জেলা প্রশাসন, টাঙ্গাইল কর্তৃক টাঙ্গাইল জেলায় জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারি, বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে একযোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেলক্ষ্যে সকাল ৯:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল-এর সম্মুখে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন ড. মো. আব্দুর রাজ্জাক,এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর হতে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সকলেই সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই বৃক্ষরোপণ উৎসবে গাছের চারা প্রদান করছেন এবং সহযোগিতা করছেন।

পরিবেশ বাঁচাতে আপানিও এগিয়ে আসুন। আপনিও আপনার উঠানে, নিজ নিজ আঙ্গিনা/সুবিধাজনক স্থানে অন্তত একটি করে গাছ লাগান। বৃক্ষরোপণ করে আপনার বৃক্ষরোপণের ছবিটি আমাদের কাছে পাঠিয়ে দিন। উক্ত দিন সকলে নিজ নিজ আঙ্গিনা/সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণের প্রস্তুতি গ্রহণ করে বৃক্ষরোপণ উৎসব সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ করা হলো।