[gtranslate]

নওগাঁয় প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু : উদ্বোধনী খেলায় নওগাঁ চেম্বার অব কমার্স ২-০ গোলে রাজশাহীকে হারিয়েছে


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ / ১৩১
নওগাঁয় প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু : উদ্বোধনী খেলায় নওগাঁ চেম্বার অব কমার্স ২-০ গোলে রাজশাহীকে হারিয়েছে

কামাল উদ্দিন টগর,নওগাঁ : নওগায় জেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সংগঠন বকুল বালিকা এই টুর্নামেন্টের আয়োজন করে।  শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে নওগাঁ ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়।  জেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অতিরক্ত পুলিশ সুপার আহসান উজ্জামান এবং টুর্নামেন্টের সহযোগি প্রতিষ্ঠান ডানা পার্কের স্বত্ত্বাধিকার এম মাসুদ রানা বক্তব্য রাখেন।  এ সময় জেলারক্রীড়া সংস্থা, বকুল বালিকার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নওগাঁ চেম্বার অব কমার্স এ্ন্ড ইন্ডাস্ট্রি দল এবং রাজশাহী জেলা দল। খেলার প্রথমার্ধ গোলশুন্য ভাবে শেষ হলেও  দ্বিতীয়ার্ধে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দল পর পর দু’টি গোল করে। রোজিনা একাই দু’টি গোল করে দলের জয় নিশ্চিত করে।  মোট ৮ টি প্রমিলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে নওগাঁ, রাজশাহী, টাঙ্গাইল, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাও এবং বিকেএসপি দল।#