

এস এম-নুর, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ই জুন) দুপুরে জেলার বিশ্ববিদ্যালয় প্রক্তন শিক্ষার্থী সংসদ এর হলরুমে ইয়েস বাংলাদেশ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইয়েস বাংলাদেশ এর মিডিয়া উইং এর সদস্য মুসফিকুর সালিহিন শিহাব এর সঞ্চালনায় রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিডিএফ এর নির্বাহী পরিচালক মো রফিকুল ইসলাম পান্না, একুশে টিভির জেলা প্রতিনিধি শিরিন আফরোজ, আমাদের কন্ঠ এর জেলা প্রতিনিধি খেলাফত হোসেন খসরু, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক জিয়া, মোহনা টিভির জেলা প্রতিনিধি মো: নূর উদ্দিন, রাজধানী টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। অপরাজেয় বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ওয়াই মুভস্ প্রকল্পের মাধ্যমে আয়োজিত ডায়লগ শেসনে জেলা পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীরা কিভাবে ভূমিকা রাখতে পারে এবং প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তৃণমূলে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে তা সংবাদ প্রকাশের মাধ্যমে সমাধানের উদ্যোগে ভূমিকা রাখা প্রসঙ্গে এসময়ে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা। এসময়ে উপস্থিত ছিলেন দেশ টিভির জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি আবীর হাসান, পিরোজপুরের কথা এর বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান রাজু,ইয়েস বাংলাদেশ এর পিরোজপুরের সম্বনায়ক আরিফুল ইসলাম রাব্বি, চন্দ্রিকা মন্ডল, সুরঞ্জনা পাল প্রমুখ।
পিরোজপুর সংবাদদাতা:-
আপনার মতামত লিখুন :