

পাংশা, রাজবাড়ীঃ প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারের নিকট দুর্বৃত্তদের গুলিতে স্কুল শিক্ষক নিহত। ৩০ এপ্রিল রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাংশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ওরফে মুকু (৪৭) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলিমহর ইউপি চেয়ারম্যান মোছা: বিলকিছ বানু। তিনি জানান, মিজানপুর রহমানের কলিমহরের হোসেনডাঙ্গা বাজারে একটি সারের দোকান রয়েছে। আজ তার দোকানে হালখাতা ছিল। হালখাতা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, কিছু বাহিনীর ছেলেরা কিছুদিন এলাকায় খুব উৎপাত করছে। হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। তাদের বিষয়ে আগেই প্রশাসনকে জানানো হয়েছে। তবে ঘটনার সাথে যারাই জড়িত থাকুন না কেন, প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাংশা মডেল থানার ওসি মো. মাসুদুর রহমান স্কুল শিক্ষককে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :