[gtranslate]

যশোরে রিং আইডির সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২১, ৯:৫৬ অপরাহ্ণ / ১২৬
যশোরে রিং আইডির সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা

 

অনলাইন ডেস্ক:

যশোরে অনলাইনভিত্তিক এমএলএম প্রতিষ্ঠান রিং আইডির সাত কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) শিমুল কুমার বিশ্বাস নামে এক ভুক্তভোগী যশোর কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালাই নগর গ্রামের সিরাজুল ইসলামের দুই ছেলে শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম, একই এলাকার আমিনুল ইসলামের মেয়ে আইরিন ইসলাম, সিলেট সদর উপজেলার ওয়াপদা গ্রামের ইউসুফ আলীর ছেলে সালাহ উদ্দিন, চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের আবুল বাসারের ছেলে আহসান হাবিব, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম এবং হবিগঞ্জ জেলা শহরের ৪ নম্বর পৌর ওয়ার্ডের সাজিদ মিয়ার ছেলে নাজমুল হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ মার্চ বিকেলে যশোর শহরের আরবপুর বাজারে বন্ধুদের সঙ্গে মামলার বাদী শিমুল কুমার আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোবাইলের স্ক্রিনে আসামি রফিকুল ইসলামের ১১৭৭৯০৪৪ নম্বর রিং আইডি থেকে পাঠানো একটি বিজ্ঞাপন দেখতে পান।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে প্রতিদিন ১০০টি বিজ্ঞাপন দেখলে ৫০০ টাকা করে দেওয়া হবে। এর জন্য ১৮ হাজার ৫০০ টাকা দিয়ে একটা অনলাইনে রিং আইডি নিতে হবে। এরপর ওই টাকা জমা দিয়ে ভার্চ্যুয়ালি একটি রিং আইডি ওয়ালেট নেন তিনি। এভাবে তিনি সাড়ে ৩ লাখ টাকা দিয়ে ১৬টি আইডি নেন। কিন্তু প্রতি সপ্তাহে একবার ওই টাকা ওয়ালেট থেকে উত্তোলন করা যাবে বলে উল্লেখ করা হলেও এ পর্যন্ত তিনি কোনও টাকা তুলতে পারেননি। পরে রিং আইডি অফিসে যোগাযোগ করা হলে তারা বলেছে, এখন সমস্যা আছে, পরে টাকা উত্তোলন করা যাবে। এই পর্যন্ত কোনও টাকা উত্তোলন করতে না পেরে তিনি থানায় এ প্রতারণার মামলা করেন। আসামিরা সকলে রাজধানীর ধানমন্ডির রিং আইডির কার্যালয়ে চাকরি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, রিং আইডি নামে একটি কোম্পানির সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ১২-১৩ জনের নামে একটি মামলা হয়েছে। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

সূত্র সময় টিভি নিউজ