[gtranslate]

সরকারি স্কুলের শিক্ষক হয়েও ছাত্রলীগ নেত্রী শিলা


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ / ৫১
সরকারি স্কুলের শিক্ষক হয়েও ছাত্রলীগ নেত্রী শিলা

শাহবুদ্দিন তালুকদার পুন্য : টাঙ্গাইলের সখিপুর উপজেলার পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জেবুন নাহার শিলা। গতবছরের ২৪ জানুয়ারি স্কুলে যোগদান করেন তিনি। তবে যোগদানের পর থেকেই নানান ওজুহাতে ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। গত এক বছরে তিনি ক্লাস নিয়েছেন মাত্র ৫৪ দিন। সহকারী শিক্ষক জেবুন নাহার শিলা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। অভিযোগে জানা যায়, ছাত্রলীগ নেত্রী জেবুন নাহার শিলা যোগদানের পর থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলে অনুপস্থিত থাকছেন। এমনকি ছাত্রত্ব শেষ হলেও ইডেন কলেজ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে থাকছেন আবাসিক হলে। কলেজের আয়েশা সিদ্দিকা হলের ৩০১ নম্বর কক্ষে থেকে রাজনীতিতে সক্রিয় তিনি। ছাত্রলীগের কলেজ ও কেন্দ্রীয় রাজনৈতিক কর্মসূচিতে তাকে প্রায়ই দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন এই ছাত্রলীগ নেত্রী। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো চাকরিজীবী সংগঠনটির পদে বহাল থাকতে পারেন না। কিন্তু সরকারি চাকরি করার পরও গঠনতন্ত্রের এসব নিয়মের তোয়াক্কা না করেই ছাত্রলীগের পদ আঁকড়ে আছেন শিলা। চষে বেড়াচ্ছেন রাজনীতির মাঠ। মিছিল-মিটিং কিছুই বাদ দিচ্ছেন না তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে ৩ জানুয়ারি টাঙ্গাইল আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মিথ্যাচার করে নিজেকে ইডেন কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী ও প্রথম ভোটার দাবি করেন ওই নেত্রী। অথচ ইডেন কলেজ থেকে ২০১৪ সালে মাস্টার্স সম্পন্ন ও ২০১৩ সালে জাতীয় ভোটারের তালিকাভুক্ত হয়েছেন তিনি। ভোটার আইডি কার্ডে শিলার জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৯২। পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনিক বলে, ‘শিলা ম্যাডাম কিছুদিন আমাদের ক্লাস নিয়েছেন। এখন আর স্কুলেই আসেন না। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা সুলতান মাহমুদ বলেন, ‘অনুপস্থিত ওই শিক্ষকের ক্লাস আমরা পাঁচ শিক্ষক ভাগ-বণ্টন করে নিয়েছি, যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়।