শাহীদুল ইসলাম কালু,স্টাফ রিপোর্টার।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে
শেরপুররে শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে ১১ টায় সময় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪, সপ্তাহব্যাপী নানান কর্মসূচি ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।
দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে
শ্রীবরদী উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে স্থানীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয় পৌর শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে শেষ করে,উপজেলা বড় পুকুরে ছোট পোনা মাছ ছেড়ে উদ্বোধন করেন ।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪
আলোচনা সভা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সভা সভাপতিত্ব করেন শেখ জাবের আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডি এম শহিদুল ইসলাম এমপি, মাননীয় সংসদ সদস্য ১৪৫ শেরপুর ৩
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার হোসেন, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী, আরো বক্তব্য রাখেন ছালাহ্উদ্দিন ছালেম, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযুদ্ধা আব্দুল সালে, উপজেলা আওয়ামী লীগের , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস ফুলমালা বেগম, সাইফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসার, সাংবাদিক, রেজাউল করিম বকুল, মাই টিভি সাংবাদিক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, যুবলীগ নেতা ও শ্রীবরদী স্মাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক, দেশের কন্ঠ সাংবাদিক শাহীদুল ইসলাম কালু, সাংবাদিক খোকন সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধো ও সাংবাদিক উপস্থিত ছিলেন।