[gtranslate]

শেরপুররে শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা ২০২৪


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ / ১৫
শেরপুররে শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা ২০২৪

শাহীদুল ইসলাম কালু,স্টাফ রিপোর্টার ঃ 

‘ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন ।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাইফুর রহমান, উপজেলা মৎস্য অফিসার শ্রীবরদী শেরপুর, গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় করেন। তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। কর্মসুচিগুলো হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে প্রচার, রেলি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান, গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হবে এবং মৎস্য সেক্টরে সরকারের সাফল্য ও অগ্রগতি নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হবে। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিকদের মধ্যে রেজাউল করিম বকুল, শাহীদুল ইসলাম কালু, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, রমেশ সরকার, তাসলিম কবির বাবু, ফরিদ আহমেদ রুবেল, শফিউল আলম ।