
নিজস্ব প্রতিবেদক : ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি দিলওয়ার হোসাইন বলেন- মানব সেবাই পরম ধর্ম। তাই আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আমাদের সহযোগিতায় যদি একটিও গরীব পরিবার সাচ্ছন্দ্যে চলতে পারে তাতেই আমাদের পরিশ্রম সাথর্ক হবে।
মোঃ আব্দুল কাদির রাজু আর্ত মানবতার সেবায় নিয়োজিত সমাজ সেবায় বদ্ধ পরিকর শেইড ট্রাস্ট’র জীবিকা নির্বাহ প্রকল্পে’র আওতায় সিলেটের বিভিন্ন উপজেলার কয়েকজন অসহায় মহিলাদের মধ্যে
সেলাই মেশিন বিতরণ কালে তিনি এ কথা বলেন। মঙ্গলবার জিন্দাবাজারস্হ হাওয়াপাড়ায়সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি দিলওয়ার হোসাইন,
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ মুহিবুর রহমান, ট্রাস্টি সাংবাদিক সাহেদ আহমদ, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংবাদিক সুবর্ণা হামিদ, মাওলানা হাবিবুর রহমান আব্দাল, ট্রাস্টের ম্যানেজার জাহিদ আহমদ, শফিকুর রহমান সহ প্রমুখ।
উল্লেখ্য শেইড ট্রাস্টের যাত্রা শুরু হয়,করুনা’কালীন, করোনায় আক্রান্ত ব্যাক্তিদের হাসপাতালে যাতায়াত দুটি ফ্রী এম্বুলেন্স সার্ভিস ও মৃত ব্যাক্তি’দের সেচ্ছাসেবী টিমের মাধ্যমে ফ্রী দাফন সৎকার কার্যক্রম এ-র মধ্য দিয়েছে, শেইড ট্রাস্টের মানবিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি দিলওয়ার হোসাইন।