

বিপ্লব কুমার দাস। স্টাফ রিপোর্টার। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন পাঁচজন, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ,এবংসদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান, মোঃ আবুজার রহমান, এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস-চেয়ারম্যান দীপকচক্রবর্তী, এবং জেলা ওয়ার্কার্স পার্টির নেতা তপন কুমার রায়,জাপা নেতা মোঃ তরিকুল ইসলাম।ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন পাঁচজন,ও নারী ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন চারজন।এর মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী,উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, শাহিদ মাহমুদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রকাশ থাকে যে, গত ৬ই মে রোজ রবিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে যাচাই বাছাইয়ে ব্যাংক ঋণ খেলাপির দায়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিরোদা রাণী রায়।
আপনার মতামত লিখুন :