

(জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ)
নরসিংদীর রায়পুরা পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মো : জামাল মোল্লা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মোবাইল প্রতীকে ৭ হাজার ৮০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মাহবুব আলম শাহীন ( নৌকা প্রতীক ) পেয়েছেন ৫ হাজার ২৬১ ভোট। স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস ( নারিকেল গাছ প্রতীক ) পেয়েছেন ৪ হাজার ৭৭২ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ( জগ প্রতীক ) পেয়েছেন ১ হাজার ৬৯ ভোট। অন্যদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশের মো : শামিম মোল্লা ( হাতপাখা প্রতীক ) ৩৯০ ভোট পেয়েছেন।
রবিবার ( ২৬ ডিসেম্বর ) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মেছবাহ উদ্দিন।
সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এবারই রায়পুরা পৌরসভায় প্রথম ইভিএমে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রায়পুরা পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় ভোটার রয়েছে ২৭ হাজার ৩২ জন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ২৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিটার্নিং অফিসার মেছবাহ উদ্দিন বলেন, নিরবিচ্ছিন নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিবাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী মো : জামাল মোল্লা মোবাইল প্রতীক নিয়ে বিজয়ী হন।
আপনার মতামত লিখুন :