
গতকাল শুক্রবার ০৭ জুন/২০২৪খ্রিঃ তারিখে কতিপয় মাদক ব্যবসায়ী মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ব্রিজ সংলগ্ন সিলেট টু ফেঞ্চুগঞ্জগামী পাঁকা রাস্তার উপর এসবি সেলুনের সামনে অবস্থান করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, মোগলাবাজার থানা, এসএমপি, সিলেট এর তত্ত্বাবধানের এসআই(নিঃ)/মোঃ আতিক উজ জামান জুনেল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৭/০৬/২০২৪খ্রিঃ বিকাল ১৬:৩০ ঘটিকার সময় মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ব্রিজ সংলগ্ন সিলেট টু ফেঞ্চুগঞ্জগামী পাঁকা রাস্তার উপর এসবি সেলুনের সামনে পৌঁছা মাত্র ২ জন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোসের্র সহায়তায় ধৃত আসামী কয়েছ আহমদ (৪৭)-কে আটক করা হয় এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামী ১। কয়েছ আহমদ (৪৭), পিতা-মৃত মাহমুদ আলী, সাং-মির্জাপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট এবং উক্ত আসামীর নিকট হতে জব্দকৃত ক) কাগজে মোড়ানো ০৩ (তিন) টি গাঁজার স্টিক, মোড়ানো কাগজসহ গাঁজার ওজন ৮১ (একাশি) গ্রাম এবং খ) কাগজে মোড়ানো ৩৫ (পয়ত্রিশ) পুড়িয়া গাঁজা, মোড়ানো কাগজসহ গাঁজার ওজন ৭৫ (পঁচাত্তর) গ্রাম এবং পলাতক আসামী কর্তৃক দৌঁড়াইয়া পালানোর সময় তার ফেলে যাওয়ামতে পরিত্যাক্ত অবস্থায় জব্দকৃত গ) কাগজে মোড়ানো ৩০ (ত্রিশ) পুড়িয়া গাঁজা, মোড়ানো কাগজসহ গাঁজার ওজন ৬৬ (ছয়ষট্টি) গ্রাম অর্থাৎ মোট জব্দকৃত=(৮১+৭৫+৬৬)= ২২২ (দুইশত বাইশ) গ্রাম গাঁজা, মূল্য অনুমান ৪,৭৫০/- (চার হাজার সাতশত পঞ্চাশ) টাকা। উদ্ধারকৃত উপরোক্ত ২২২ (দুইশত বাইশ) গ্রাম গাঁজা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ০৭/০৬/২০২৪খ্রিঃ তারিখ বিকাল ১৭:০৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা নং-০৩/৮৪, তারিখ-০৭/০৬/২০২৪খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। বিধি মোতাবেক বর্ণিত মামলার আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।