[gtranslate]

মুন্সিগঞ্জে দুই সন্তানসহ মা অগ্নিদগ্ধ, মৃত্যু-১


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২১, ৬:৪২ পূর্বাহ্ণ / ১২৩
মুন্সিগঞ্জে দুই সন্তানসহ মা অগ্নিদগ্ধ, মৃত্যু-১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ভবনে আগুন লেগে ছেলে শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ছেলেটির মা ও বোন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ছেলে-মেয়েসহ এক মা অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দুই বছরের ছেলে আয়াত মৃধাকে মৃত ঘোষণা করেন।

দগ্ধ মা খাদিজা আক্তার (২৫) ও মেয়ে আয়শা আক্তারকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মৃত আয়াত মৃধা পূর্ব মুন্সিয়া গ্রামের বাপ্পি মৃধা ও খাদিজা আক্তার দম্পতির ছেলে।

স্থানীয় লোকজন জানান, বাপ্পি মৃধার পাকা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়া দেখে শয়নকক্ষের দরজা ভেঙে মা ও দুই সন্তানকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। বাপ্পি মৃধা ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শী লিখন হোসেন বলেন, রাত পৌনে নয়টার দিকে বাপ্পিদের বাড়ি থেকে চিৎকার আসতে থাকে। তখন আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত নয়টার দিকে আগুন লাগার বিষয়টি আমরা জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনি। সেখান থেকে তিনজনকে উদ্ধার করি। খাদিজা আক্তারকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। আয়াত ও আয়শাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা আয়াতকে মৃত ঘোষণা করেন। পরে আয়শাকেও ঢাকায় পাঠানো হয়।’ তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, সেটা জানা যায়নি।

বার্ন ইউনিটে উপস্থিত বাপ্পির বড় ভাই পারভেজ মৃধা বলেন, ‘খাদিজার অবস্থা একটু ভালো। তবে আয়শাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আয়শার শ্বাসনালি পুড়ে গেছে। আয়াতের লাশ বাড়িতে। আমাদের পরিবারে এমন শোক আসবে, কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

রাতেই মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও অতিরিক্ত পুলিশ (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মো. আসাদুজ্জামান আজ সকালে প্রথম আলোকে জানান, ‘জীবিত দুজনের অবস্থাও ভালো নেই। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত মশার কয়েল থেকে। আমরা আয়াতের বাবা ও নানার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। এটি দুর্ঘটনা হওয়ায় তারা আইনগত প্রক্রিয়ায় যেতে চাইছেন না।’