[gtranslate]

বিশ্বকাপের আকাঙ্খিত লড়াই পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ আজ 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ / ১২৯
বিশ্বকাপের আকাঙ্খিত লড়াই পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ আজ 

মোঃ ইলিয়াস মোল্লা, গাজীপুর জেলা প্রতিনিধি : আজ শনিবার মাঠে গড়াচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচ। যেখানে টসে হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান । একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে ভারত। ওপেনার ইশান কিশানের বদলে দলে জায়গা পেয়েছেন ডেঙ্গু থেকে সেরে ওঠা শুভমান গিল। তবে একই দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান। দ্বিপাক্ষিক লড়াইয়ে ভারতের বিপক্ষে এখনো এগিয়ে পাকিস্তান। তবে প্রসঙ্গ যখন আইসিসি টুর্নামেন্ট, তখন ভারত যেন এক কাঠি সরেস। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার জিতলেও ওয়ানডে বিশ্বকাপে এখনো ভারতের বিপক্ষে ৭ বারের দেখায় জয় পায়নি পাকিস্তান। তাই আজকে খুব করে জয় চাইবে বাবর আজমের দল। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেয়েছে। ভারত তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তানকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছে। অন্যদিকে, নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে হারানো পাকিস্তান দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে রেকর্ড পরিমাণ রান করে জিতেছে। আজকের দুই দলের তারকারা ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। পাকিস্তান: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।