নিউজ ডেস্ক:
বান্দরবানে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পঞ্চম ধাপে বান্দরবান সদর উপজেলার ৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ৩ টি ইউনিয়নে ১টিতে আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।
বেসরকারি ফলাফলে প্রাপ্ত বিজয়ী প্রার্থীরা হলেন-কুহালং ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মংপ্রু মার্মা, সুয়ালক ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উক্যনু মার্মা এবং টংকাবতী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মাংয়ং ম্রো (প্রদীপ)।সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে নারী পুরুষের দীর্ঘ লাইন ও সরব উপস্থিতি ছিল। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচনী কর্মকর্তা নিরপেক্ষ দায়িত্ব পালনের কারণে এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।