

নবীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১ টায় হবিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখা সহ ৩টি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে নবীগঞ্জ উপজেলা শাখায় মোঃ মজিবুর রহমান ভূইয়া কে সভাপতি এবং এস এম তাজুল ইসলাম কে সাধারন সম্পাদক করে ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক ফরিদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. এডভোকেট আবু তাহের বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক রোমান আহমেদ। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ হান্নান, সহ সভাপতি মাহমুদ কোরেশী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ প্রমুখ। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা, বাহুবল উপজেলা ও চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ও বিভিন্ন উপজেলা থেকে থেকে আগত বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :