[gtranslate]

বড়পীর হযরত আব্দুল কাদির জিলানি (রা) এর মাজারশরীফ!- মালঘর বাজার, আনোয়ারা, চট্টগ্রাম!-


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ / ৬৫
বড়পীর হযরত আব্দুল কাদির জিলানি (রা) এর মাজারশরীফ!-  মালঘর বাজার, আনোয়ারা, চট্টগ্রাম!-

খায়রুল বাশার ময়মনসিংহ ব্যুর চীপঃ এই মাজারটি উত্তর ইছাখালী গ্রামে অবস্থিত!নেই কোনো রক্ষনাবেক্ষন,নেই কোনো পরিবেশ,নেই কোনো বিদ্যুৎতের ব্যবস্থা,রাস্তা আছে, তবে রাস্তাটি চলাচলে পরিপূর্ণ নয়!মাজারটি ঘিরে একটা মসজিদ ওঁ মাদ্রাসা হলে,পরিবেশ সুন্দর হত! দ্বীনি শিক্ষায় জ্ঞান অর্জন করে আল্লাহ কে খুশি করা যেত!-মাজারটি অনেকের পরিচিত,এই মাজারটি ঘিরে আশেপাশের গ্রামের লোকজনপ্রতিবছরই (বাৎসরিক উড়সশরীফ)করে থাকে!তবে নেই কোনো সুন্দর মনোরম পরিবেশ,নেই কোনো পরিচালনা!যে যেভাবে পারতেছে, যার যার মত করে উড়সশরীফ করে চলে যাচ্ছে!এই মাজারটি ঘিরে প্রতিদিন লোকজনের অনাগনাবা যাতায়াত নেই,তাই মাজারটি র পরিবেশ সুন্দর ওঁ সুন্দর পরিচালনার জন্য, সুন্দর রাস্তা,মসজিদ ওঁ মাদ্রাসা হলে ভালো হত!এই মাজারটি সরকারি নজরের আওতায় এনে,নতুন করে সংস্কার করার দাবি রুনা ফকির ওঁ গ্রামের লোকজনের!এই মাজারটি সারা বিশ্বের জন্য প্রতিষ্ঠিত হতে চায় রুনা ফকিরের মাধ্যমে!রুনা ফকির আরো জানান যে, তার মাধ্যমে মাজার প্রতিষ্ঠিত হলে, মাজারটি রুনা ফকিরের পরামর্শ অনুযায়ী খেদমতরি করাবেন!সারা বিশ্বে প্রচারণার জন্য রুনা ফকিরের পরামর্শতে নিউজটি করা হলো!এই মাজারটির বর্তমানে গায়েবি কেরামত কিভাসিডি কানেকশন (রুনা ফকির) নাম : রুনা আক্তার (রুনা ফকির)পিতা : মৃত ইউসুফ সদাগর, মাতা : মৃত অম্বিয়া বেগম, গ্রাম : উত্তর ইছাখালী, কুলালপাড়া ডাকঘর : মালঘর বাজার উপজেলা : আনোয়ারা জেলা : চট্টগ্রাম। মোবাইল নং :-০১৮৫৭৯৮৯৪৬৮