[gtranslate]

পুজো চেরির বধূ সাজে বাসর ঘরের ছবি ভাইরাল


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ণ / ১৭০
পুজো চেরির বধূ সাজে বাসর ঘরের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক: 

সিনেমার বর্তমান জিনিষ সামনের পুজো ঢাকা চেরি। ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় পর রাতারাতি পরিচিত লাভ করেন তিনি। দর্শকদের হিট সিনেমা উপহার দেয়

পূজা ইনডাস্ট্রির সোশ্যাল ভিডিও বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের পরিচয় এবং ব্যক্তিগত বিষয় নিয়ে লেখা। যদিও ঈশ্বর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সাথে আপডেট করতে পারেন ‘শান’ প্রচারক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সকাল ১০টার দিকে ভাইফায়েদে পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন। যেখানে বধূ সাজে বসার দেখা গেছে তাকে।

চিত্রনায়িকাকে লাজুক হাসিতে মনে হচ্ছে জীবনের বিশেষ রাত প্রিয় মানুষের অপেক্ষায় আছেন। ক্যাপশন লিখেছেন, ‘সকাল একটা ভালো চিন্তা আপনার দিনকে বলতে পারে।’ তিনি বলেন, ‘আমাদের সংগঠন লাল গোলাপের ইমোটিক।

লাস্যময়ী সুন্দরী সাংবাদিকের ছবিগুলো সোশ্যালে পোস্ট হতেই নজর কাড়ে নেটিজেনদের। সেখানে মাত্র কয়েক ঘণ্টা আট হাজারের রিঅ্যাকশন বেশি। আর মন্তব্য শুনারও বেশি।

পূজার পোস্টে নেটিজেনরা মন্তব্য করেছেন। সেখানে শান্তি শুভ কামনা তাকে। আবার নেটিনদের এক অংশ টেনেজেন শাকিব খানকে।

এর আগে সোমবার (৯ জানুয়ারি) একটি রিল প্রকাশ করেন। সেখানেও লাল শাড়িতে বধূ সাজে ঘোম দেখা গেছে তাকে। ক্যাপশন লিখেছেন, ‘আপনারা আমাকে এই দৃশ্য দেখতে চান? আমি জানাই।’

স্বাভাবিক দৃশ্যে ভিন্ন কিছু চিন্তার কারণ শুভকাঙ্ক্ষীদের। বর্তমান একটি ব্র্যাল ফটোশুটে অংশ নিয়েছিল। সেখানে বধূ সাজে বাসর গঠন করতেন। সেসব ছবিই এখন সোশ্যালে পোস্ট করছেন চিত্রায়িকা। যা ক্যাপশনে উল্লেখ করেছেন পূজা।

 

পুজা চেরি ফেইসবুক পেইজ