
পাংশা,রাজবাড়ী প্রতিনিধি মোঃ হামজা শেখ :
রাজবাড়ীর পাংশাতে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর উদ্যোগে জনশুমারি ও গৃহ গণনা-২১ প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করা হয়। বুধবার ( ১২ই এপ্রিল)বেলা ১২ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এই ট্যাব বিতরণ করেন উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ট্যাপ পেয়ে মহা খুশি এ সকল শিক্ষার্থীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ষষ্ঠ জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে ট্যাব ব্যবহারের মাধ্যমে পরিচালনা করা হয়। প্রয়োজনীয় অতিরিক্ত ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রথম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের আয়োজন করা হয়। মাধ্যমিক পর্যায়ে পাংশা উপজেলার ৩৭ টি বিদ্যালয়ের ২২২ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব। পাংশা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহম্মাদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া খাতুন প্রমুখ।