[gtranslate]

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ৪:২৪ অপরাহ্ণ / ৩৭
নেত্রকোনা বারহাট্টা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত।

স্টাফ রিপোর্টার নেত্রকোনাঃ ঘটনাটি ৯ মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় আসমা ইউনিয়নের কৈলাটি রোডে লক্ষিপুর এলাকায় ঘটেছে। যুবকের নাম টিপু মোড়ল (২৪)সে কৈলাটি গ্রামের সবুজ মোড়লের বড় ছেলে। এই সময় টিপু মোড়লের সাথে থাকা তার চাচাতো ভাই রাফি মড়ল (২১) গুরুতর আহত হয়েছে। মোটরসাইকেল বালির স্তুূপে পিছলে তাল গাছের সাথে আঘাত লেগে এমন ঘটনাটি ঘটেছে।  স্থানীয় সূত্রে জানা যায়, বেগুন ক্ষেতে পানি দেয়ার জন্য টিপু মড়ল বিকাল ৩ ঘটিকায় একটি ডিজেল তেলের বোতল নিয়ে বারহাট্টা বাজারে যায়। এর পর এমন দুর্ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, কৈলাটি রাস্তাটির মেরামতের কাজ চলছে। সেই সুবাদে রাস্তার পাশে কিছু কিছু জায়গায় বালির স্তুূপ রাখা আছে। ছেলেটি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে এসে একটি স্তূপের মধ্যে পিছলে পড়ে তাল গাছের সাথে আঘাত লাগে। এই সময় তার মাথায় গুরুতর জখম হয়। কিছুক্ষণ পর অটোরিকশার একজন ড্রাইভার তাদেরকে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু মড়ল কে মৃত ঘোষণা করেন এবং তার চাচাতো ভাই রাফি মড়ল কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন