

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ৪০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে’ এই স্লোগান কে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’র উদ্যোগে সদস্যদের সাথে নিয়ে তাঁদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (১৯ এপ্রিল) সারাদিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ ও ১৫ নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এই ‘স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’ চাঁপাইনবাবগঞ্জ এর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন সনি, সহ সভাপতি হাসিন সাদ সৌমিক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ জারিফ, অর্থ বিষয়ক সম্পাদক আয়েশা জুলেখা, সাংগঠনিক সম্পাদক তিন্নি রহমান, প্রচার সম্পাদক আয়েশা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, মহিলা বিষয়ক সম্পাদক তূরজান প্রীতি প্রমূখ। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুলাহ আল মামুন সনি বলেন, প্রথম বারের মত তারা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। এবছর ৪০ টি পরিবারের মাঝে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি, ছোট বাচ্চাদের কামিজ ও টি শার্ট সহ বিভিন্ন পোশাক প্রদান করা হয়েছে। আমি সব সময় স্বপ্ন দেখি গরিব অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে। এরকম সমাজসেবা মূলক কর্মকান্ড ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান। গণমাধ্যম কর্মী সহ বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষানুরাগী সহ সকলের সার্বিক সহযোগিতা চেয়ে পাশে থাকার উদাত্ত আহ্বান জানান তিনি। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুড়ি ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র আব্দুলাহ আল মামুন সনির ঐকান্তিক প্রচেষ্টায় একই শ্রেণির বন্ধুদের সাথে নিয়ে আর্তমানবতার প্রত্যয়ে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন এই “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন”।
আপনার মতামত লিখুন :