কচুয়া উপজেলার নির্বাচিত প্রার্থীরা
প্রচেষ্টা নিউজ ডেস্ক:
চাঁদপুর জেলার তিনটি উপজেলা ২৯ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গত বুধবার (৫ জানুয়ারী)
২৯ টি ইউনিয়নের মধ্যে ১০টি নৌকার বিজয়ী এবং ১৯ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে ১৩ ইউনিয়নে ভোটে নৌকা মার্কায় ৩ জন ও স্বতন্ত্র ১০ জন নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে (আনারস) মো. জসিম উদ্দিন মিয়াজী স্বপন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে (আনারস) মো. হারুন-অর-রশীদ, ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে (চশমা) মো. বেলায়েত হোসেন, ৪নং সুবিদপুর ইউনিয়নে (আনারস) মো. মহসীন হোসেন, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে (চশমা) মো. শাহজাহান পাটোয়ারী, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে (আনারস) মো. বুলবুল আহমেদ, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে (মটর সাইকেল) আবু তাহের (আবু পাটোয়ারী), ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে (চশমা) শেখ মো. শাহ আলম, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে (নৌকা) মো. আলাউদ্দিন ভূঁইয়া, ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নে (নৌকা) মাহমুদুল হাসান মিরাজ, ১২নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নে (আনারস) শাহজাহান মাষ্টার, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে (মটর সাইকেল) কাউছার-উল-আলম কামরুল, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে (নৌকা) মো. শরীফ হোসেন খান।
এইদিকে কচুয়া উপজেলা নৌকা ৪, স্বতন্ত্র ৭, বিনা ভোটে ১ আওয়ামী লীগ।
চাঁদপুরের কচুয়া উপজেলায় নৌকা মার্কায় ৪ জন, স্বতন্ত্র ৭ জন ও একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এতে ১২টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সহিংসতা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণ হয়।
বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১নং সাচার ইউনিয়নে মনির হোসেন (ঘোড়া) পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লা (আনারস), বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার (ঘোড়া), পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয় (ঘোড়া), পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন (নৌকা), উত্তর কচুয়া ইউনিয়নে এমএ আখতার হোসাইন (নৌকা), সদর দক্ষিণ ইউনিয়নে আরিফুজ্জামান আরিফ (চশমা), কাদলা ইউনিয়নে নুরে-ই-রিহাত (আনারস), কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (নৌকা), গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন (নৌকা), গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন (নৌকা), আশরাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)।
কচুয়া উপজেলা নির্বাচন অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে।
এছাড়াও হাইমচরে ৪ ইউপিতে নির্বাচিত হলেন যারা :
চাঁদপুরের হাইমচরে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে নৌকা মার্কায় ২জন, স্বতন্ত্র ২জন নির্বাচিত হয়েছে।
২ নং আলগী উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটোয়ারী। ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র থেকে সরদার আব্দুল জলিল। ৪নং নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র থেকে আনারস প্রতীকে সউদ আল নাছের। ৫ নং হাইমচর ইউনিয়নে নৌকা প্রতীকে জুলফিকার আলী জুলহাস সরকার।