[gtranslate]

গোমস্তাপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে দোকান পুড়ে ছাই ১২ লক্ষ টাকা ক্ষতি 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৪, ১:১৪ অপরাহ্ণ / ৪২
গোমস্তাপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে দোকান পুড়ে ছাই ১২ লক্ষ টাকা ক্ষতি 

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে গভীর রাতে দুটি দোকান পুড়ে ছাই হয়েছে। জানা গেছে বুধবার রাতে আনুমানিক দুইটার দিকে রহনপুর কলোনি মোড়ে তরিকুল ইসলাম এর দোকান ও পার্শ্ববর্তী যতন সিলনের দোকানে আগুন লাগে। স্হানীয় লোকজন উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস।

এক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে দোকান দুটি ফায়ার সার্ভিস। তবে পাশের দোকানগুলো রক্ষা হলেও যতন,ও তরিকুলের দোকানের মালামাল রক্ষা করা যায়নি। দোকান মালিক তরিকুল ইসলাম জানান রাতে আমি দোকান লাগিয়ে বাসায় যাই, এবং রাতেই আমি খবর পাই যে আমার দোকানে আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে দোকান দুটির আগুনে পানি মেরে নিভানো হয়।

দোকান মালিক তরিকুল ইসলাম আরও বলেন আমার দোকানে অনেক মালামাল ছিল। কিছুই রক্ষা করা যায়নি ধারণা করা হচ্ছে ১২ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। পাসের সিলনের দোকান যতন জানান আমার দোকানে এক লক্ষ ক্ষতি হয়েছে।

এদিকে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন দোকান দুটি পরিদর্শন করেন এবং দোকান মালিক কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।