
মোঃ দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন প্রসাদপুর হঠাৎ পাড়া যুবসম্প্রদায়ে উদ্যোগে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে আটটায় পুরাতন প্রসাদপুর হঠাৎপাড়ায় এই খেলা উদ্বোধন হয়।খেলায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা শাখার জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, বিশিষ্ট ব্যবসায়ী ডাবলু, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যাসায়ী তাজামুল হক, বিশিষ্ট পেয়াজ ব্যাসায়ী মুনিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।