[gtranslate]

কালিরবাজার ব্লাডব্যাংক এর উদ্যাগে বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ এর শুভ উদ্ভোদন। 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৩, ২:১২ অপরাহ্ণ / ৬২
কালিরবাজার ব্লাডব্যাংক এর উদ্যাগে বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ এর শুভ উদ্ভোদন। 

মোঃ জাকারিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়েনের সামাজিক সংগঠন কালীর বাজার ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে কালীর বাজার ইউপির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫০টি ফলদ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।১৯ জুলাই বুধবার সকালে কালীর বাজার নার্হিস আফজল কারিগরি বহুমুখী কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন কালীর বাজার ব্লাড ব্যাংকের সভাপতি বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ কামরুল হাসান রফিক । সহ্ সভাপতি, ডা: লিটন দেবনাথ, সহ্ সভাপতি ও শিক্ষা অনুরাগী, :লায়ন জাকারিয়া, সহ্ সভাপতি জনাব, ডা:মির আহম্মেদ খাঁন, সহ্ সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাল আরব বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক,জনাব, মেহরাব হোসেন অপি,৷ সহ্ সাধারণ সম্পাদক, এইচ এম তানিম আহমেদ সাংগঠনিক সম্পাদক, জনাব নাঈম হাছান, অর্থ সম্পাদক, ফারহান আহমেদ পরান, সহ্ অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার অলিউল্লাহ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ, সহ্ প্রচার সম্পাদক, মাসুদ রানা, সহ্ প্রচারক সম্পাদক, গোলাম মাওলা কালীর বাজার ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্যরা উপস্থিত চিলেন এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাছান উপস্থিতিতে পায় ২০ টা শিক্ষা প্রতিষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় সকল সদস্যদের সহযোগিতায় কর্মসূচিটি সুন্দর ও সুষ্ঠুভাবে সফল হয়।