

স্টাফ রিপোর্টার> গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি ফ্ল্যাট বাসা থেকে ২০ হাজার পিস ইয়াব ও ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভাবি ও দেবরকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে মাদকসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার হবিবুর রহমানের ছেলে মানিক হোসেন (২৭) ও তার ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণা (২৪)।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ। ভ্রাম্যমাণ আদালত সফিপুর বাজার এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নামের ওষুধ কারখানার উল্টোপাশের একটি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছিল। এসময় সেখানে তিতাস কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। হঠাৎ ওই বাড়ির তৃতীয় তলা থেকে একটি ব্যাগ নিচে পড়ে। ব্যাগটি খুললে তার ভেতর ২০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের ভেতরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে। একই সঙ্গে তারা মাদক কারবারি মানিক হোসেন ও তার ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণাকে গ্রেপ্তার করে। সুমাইয়া স্বামী আলিফ হোসেন পলাতক রয়েছেন।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা তিন মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা এলাকায় মাদক কারবার করতেন। পুলিশ দেখে তারা ভয়ে মাদকের ব্যাগ ছুড়ে ফেলে। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।
ডি.এইচ.দিপু/পি.এন.
আপনার মতামত লিখুন :