[gtranslate]

আরাভের ডাকে দুবাই যাওয়ায় সাকিবকে জিজ্ঞাসাবাদ করবে বিসিবি


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩, ১:০৭ পূর্বাহ্ণ / ১১৬
আরাভের ডাকে দুবাই যাওয়ায় সাকিবকে জিজ্ঞাসাবাদ করবে বিসিবি

মোঃ আঃ রহিম জয়,  সিনিয়র স্টাফ রিপোর্টার

পুলিশ কর্মকর্তা মামুন খুনের মামলায় আসামি আরাভ খানের ডাকে জুয়েলারি দোকান উদ্বোধন করতে ১৪ মার্চ দুবাই যান সাকিব আল হাসান। সাকিবের দুবাই যাওয়ার খবরে দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যাপারটি নিয়ে সবর হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এ ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরীও। তিনি জানিয়েছেন, সাকিবকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সাকিব এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত। তিনটি ওয়ানডে, সমানসংখ্যক টি-টোয়েন্টির পর একটি টেস্টও খেলবে দুদল। জালাল জানান, এ সিরিজের পর সাকিবকে দুবাই যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শনিবার (১৮ মার্চ) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি। জালাল ইউনুসকে সাকিবের দুবাই যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে এই সিরিজের মাঝে কিছু বলতে চাচ্ছিলাম না। আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, আমি বলছি। পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি, শুনেছি। ব্যাপারটা ঘটেছে খুব কম সময়ের মধ্যে। আমাদের একটা সিরিজ শেষ হয়ে আরেকটা সিরিজ শুরু হয়ে গেল।’ জালাল যোগ করেন, ‘সিরিজ শেষ হোক। অবশ্যই এই ব্যাপারে (দুবাই যাওয়া) আমরা জানতে চাইব। এখানে কী ঘটেছে, কী ঘটেনি, কে জড়িত; এগুলো আমাদের ব্যাপার না। আমরা দেখব বোর্ডের তরফ থেকে কী করতে পারি।’ সাকিবের পাশাপাশি আরাভ খানের জুয়েলারি দোকান উদ্বোধনে গিয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলাম। তাদের দুবাই গমন নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। হারুন অর রশিদের ভাষ্য, ‘বিষয়টি জানার পরেও সাকিব দুবাইয়ে গেলেন। এটি দুঃখজনক। তদন্তের স্বার্থে সাকিব ও হিরো আলমসহ যেসব তারকা সেখানে গিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’ ডিবি প্রধান বলেন, ‘আমাদের পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন। তাকে শুধু হত্যাই করেনি। তার লাশ যেন না পাওয়া যায় সেজন্য কালিগঞ্জের জঙ্গলে ফেলে দিয়েছিল। এ ঘটনার পর মামলা হয়, যার তদন্ত করেছে ডিবি। হত্যা মামলায় আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম পালিয়ে গেলেও নকল একজন আসামি জেলখানায় দেয় সে। পরে ডিবির তদন্তে নকল আসামির ঘটনা সামনে আসে। এরমধ্যে মূল আসামি দুবাইয়ে স্বর্ণের দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতে পালিয়ে যান। সেখান থেকে ভারতীয় পাসপোর্টে দুবাই যান।’