[gtranslate]

আইপিএল এর প্রথম ম্যাচে কাটার মাস্টারের তান্ডব


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ২:০৯ অপরাহ্ণ / ৮১
আইপিএল এর প্রথম ম্যাচে কাটার মাস্টারের তান্ডব

মোঃ ফরহাদ হোসেন খলিল, গাজীপুর টঙ্গী থানা প্রতিনিধি :- বল হাতে চেন্নাইয়ের নায়ক মুস্তাফিজ। নিজের প্রথম ২ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে বেঙ্গালুরুর ভিত দুর্বল করে দেন তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৯ রান দিয়ে ফাফ দু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার ও ক্যামেরুন গ্রিনের উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ম্যাচ সেরাও হন তিনি। আইপিএলে সাত আসরে, ভিন্ন পাঁচ দলের হয়ে খেলে মুস্তাফিজের সেরা বোলিং এটি। আগের সেরা বোলিং ছিল ১৬ রানে ৩ উইকেট, ২০১৬ সালে তার প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।আগুন ঝরানো বোলিংয়ের মাধ্যমে অনন্য এক মাইলফলকও স্পর্শ করেছেন মুস্তাফিজ। জাতীয় দলের সতীর্থ অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন কাটা মাস্টার মুস্তাফিজ