[gtranslate]

অসহায় মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী সংস্থা বদলগাছীর আশার আলো। 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ / ২৫
অসহায় মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী সংস্থা বদলগাছীর আশার আলো। 

মোঃ সারোয়ার হোসেন অপু, বিশেষ প্রতিনিধি:- 

অসহায় মানুষের সেবায় নিবেদিত সহায়তাকারী সংস্থা বদলগাছীর আশার আলো।”মানুষ মানুষের জন্য” এই স্লোগান কে সামনে রেখে জেলার বদলগাছী উপজেলা সদরের হাটখোলা বাজারে অবস্থিত আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদ প্রতিনিয়ত অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিবেদিত একটি সংস্থা হিসেবে উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। যে মানুষটি এই মহৎ উদ্দেগটি গ্রহন হাতে নিয়েছেন তিনি হলেন সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম বাবু। তিনি তার বক্তব্যে তার সংস্থার কার্যক্রম সম্পর্কে যা জানান,

*** হতদরিদ্র প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা,কলম,বই,স্কুল ড্রেস স্কুল ব্যাগ বিতরণ।

*** সমাজের অসহায় প্রতিবন্ধীদের

মাঝে শীতবস্ত্র বিতরণ।

*** সমাজের অসহায় ক্যান্সার, কিডনি সিরোসিস, হ্রদরোগ,পারালাইজড, এই ব্যক্তিদের সমাজসেবা অফিসের মাধ্যমে যোগাযোগ করে আর্থিক সাহায্য প্রদান।

*** ভিক্ষুকদের তালিকা তৈরি।

*** প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।

*** দুস্থ মহিলা ও প্রতিবন্ধী মহিলাদের সেলাই প্রশিক্ষন।

*** বয়স্ক, শিশু ও গণশিক্ষা কার্যক্রম।

*** ছিন্নমূল মানুষের মাঝে প্রতিদিন দুপুর ( ১ টা থেকে ২ টা) পর্যন্ত খাবার বিতরণ।

তিনি আরও জানান, আমার এই উদ্দেগ্যে সমাজের বিদ্যমানরা এগিয়ে এলে আমার এই কাজটি আরও সহজ হবে।

এই বিষয়ে বদলগাছি সরকারি মডেল পাইলট হাইস্কুলের হতদরিদ্র ও মেধাবী ৭ম শ্রেণির শিক্ষার্থী অমিত কুমার বিধান জানান, বাবু কাকু যে কাজটি করছে তা খুব ভালোটি একটি কাজ। আমরা এখানে প্রতিদিন দুপুরের খাবার খায়। আমাদের খুব ভালো লাগে।

এই বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন দেশ পত্রিকাে নওগাঁ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন জানান, আমার ছোট ভাই বাবু যে উদ্দেগটি নিয়েছে তা নিঃসন্দেহে একটি মহৎ উদ্দেগ। এই সাড়া দিয়ে সমাজের বিদ্যমানরা এগিয়ে তার এই কাজটি আরও সহজ হবে বলে আমি মনে করি।