[gtranslate]

৯বৎসরে হাফিজে কুরআন!রাইয়্যান যুলকিফল আল মাহমুদ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ / ২৬
৯বৎসরে হাফিজে কুরআন!রাইয়্যান যুলকিফল আল মাহমুদ

এম.মাহফুজুর রহমান সজিব,সুনামগঞ্জ :

প্রিয় রাইয়্যান যুলফিকল আল মাহমুদ অসাধারণ প্রতিভা আর মেহনত দেখে সত্যিই অবাক। সে একজন প্রবাসি তার জন্ম ইতালিতে,বয়স ০৯- বাংলাদেশে এসে হিফজ শুরু করার বেশ কিছুদিনের ভিতরেই হিফজ সম্পন্ন করে আলহামদুলিল্লাহ। শেষের দিকে প্রায় ১৫ পৃষ্টা করে সবক দিয়েছে!পিছনের পারাগুলো ও মাশাআল্লাহ ভাল ইয়াদ। উস্তাদগন অবাক হয়েছেন কখনো তাকে আমরা একটি ধমক দেয়ার প্রয়োজন হয়নি। যখন যেভাবে বলেছি তার থেকে আরও ভাল কিছু সে করেছে মাশাআল্লাহ।তার বাবা একজন আরবি প্রভাষক, অত্যন্ত দায়িত্ববান নীতিবান একজন গার্ডিয়ান।।আল্লাহ তায়ালা তার মেধায় যেন আরও বারাকাহ দান করেন।  ক্রেস্ট প্রধান মুহুর্তটি ছিল অত্যন্ত প্রানবন্ত। আমাদের জীবনের একটি আনন্দময় মুহুর্ত ছিল এটি, আমরা আল্লাহর জন্য কোরানের খেদমতে নিজেকে সপে দিতে চাই, দুনিয়ায় আমরার কিছু না থাকলে ও কোরানের মত দৌলত যেন আমাদের অন্তরে থাকে এবং ‘র প্রকৃত ধারক বাহক হয়ে দ্বীনের উপর অটল থাকতে পারি। এই আবেগ যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর বিনিময়ে আখেরাতে যেন উচ্চ মাকাম পাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কে কুরানের প্রকৃত ধারক বাহক হিসেবে কবুল করেন।  রাইয়্যানের মামা হাফিজ এনাম উদ্দিন সৌদি প্রবাসী বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় প্রতিষ্টান তানযীলুল কোরআন হিফজ একাডেমী। তানযীলুল কোরআন হিফজ মাদরাসা তার লক্ষ্য ও উদ্দেশ্য পুর্ন হতে শুরু করেছে। কিছুদিনের আরো বেশকজন হিফজ শেষ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এ ভাবেই প্রিয় প্রতিষ্ঠানটি আপনাদের দোয়ায় এগিয়ে যাবে ইনশাআল্লাহ।