[gtranslate]

হে অর্ন্তযামী


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৩, ৪:২০ পূর্বাহ্ণ / ২৪
হে অর্ন্তযামী

শিরোনাম – হে অর্ন্তযামী

কলমে-মোঃ সামিউল ইসলাম রাসেল

ঠিকানা -বেলকুচি,সিরাজগঞ্জ ।

তারিখ -২১.০৪.২০২৩

যেতে হবে একদিন

কোনো এক অজানা দূরে,

মুছে যাবে সব স্মৃতি,

সুমধুর সুরে।

স্রষ্ঠার ভালোবাসায় সিক্ত করো

হে মন,

আজীবন,

স্রষ্ঠাকে যে চিনে সেই বড় দামী

আছে যে জন।

স্রষ্ঠার মায়ার কন্দনরত হও

হে প্রিয় মন,

ধূলিসাৎ এই জগৎ 

শুধু দেখায় লোভের প্রলোভন।

এই যে দূর দিগন্তে যত দেখি হায়

তবুও চোখ যায়

 থামে না যে দৃষ্টির!

স্রষ্ঠার ডাকে একদিন চলে যেতে হবে,

এমন সব সৃষ্টির।