[gtranslate]

হৃদয় সানা এর দুইটি কবিতা: ষড়ঋতু, আমার শৈশব


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ৭:৩১ পূর্বাহ্ণ / ৩৭
হৃদয় সানা এর দুইটি কবিতা: ষড়ঋতু, আমার শৈশব

ষড়ঋতু 

হৃদয় সানা

গ্রীষ্মকালে বেজায় গরম

বর্ষাকালে বৃষ্টি।

রূপের রাণী শরত, আহা

কি মনোরম দৃষ্টি!!

হলুদ বরণ হেমন্তে খুব

ফসল কাটার ধুম,

মিষ্টি রোদে শীতের হাসি

রাতে মজার ঘুম।

ফুলের মেলা দেয় উপহার

বসন্তরাজ এসে,

ষড়ঋতুর ছবি আঁকা

সোনার বাংলাদেশে।।

আমার শৈশব

হৃদয় সানা

রবি মামা রোজ ডাকে

ঘুমন্ত সকালে,

সোনা রোদে ঘোরাঘুরি

পড়ন্ত বিকেলে।

তড়িঘড়ি পড়াশুনা

ইস্কুল অঙ্গনে,

খেলাধূলা ষোলো আনা

শৈশব কাননে।

সারাবেলা কত মজা

ঘুমহীন চোখেতে,

রাত জাগে চাঁদ মামা

চুপ মা’ র চুমুতে।