[gtranslate]

হাসপাতালে আরও ৪ ডেঙ্গুরোগী


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৩, ৪:৫৯ পূর্বাহ্ণ / ১১৬
হাসপাতালে আরও ৪ ডেঙ্গুরোগী

সাংবাদিক জয় 

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।  আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন চারজন ডেঙ্গুরোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও ঢাকার বাইরে ৯জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮২৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ৪১২ জন ও ঢাকার বাইরে ৪১৭ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৭৯৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৩৯৩ জন ও ঢাকার বাইরে ৪০৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে।