[gtranslate]

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় ১৭ ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ / ১৮১
সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় ১৭ ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর 

 

নিজস্ব প্রতিবেদন:

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর। সুনামগঞ্জ সদরে ৯টি ও শান্তিগঞ্জ ৮টি ইউনিয়নে তৃতীয় ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

দেশের ১০০৭টি ইউপি নির্বাচনের মধ্যে সিলেট বিভাগে ৭৭টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার রয়েছে ১৭টি ইউনিয়ন।

সুনামগঞ্জ সদর ০৯টি ইউনিয়ন হলো, ১নং রংগারচর,২নং গৌরারং,৩নং মোহনপুর,৪নং লক্ষণশ্রী,৫নং কুরবাননগর,৬নং মোল্লাপাড়া,৭নং জাহাঙ্গীরনগর,৮নং সুরমা,৯নং কাঠইর,

শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন হলো,১নং শিমুলবাক,২নং জয়কলস,৩নং পশ্চিম পাগলা,৪নং পূর্ব পাগলা,৫নং দরগাপাশা,৬নং পূর্ব বীরগাঁও,৭নং পশ্চিম বীরগাঁও,৮নং পাথারিয়া