[gtranslate]

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নৌকার মননোয়ন প্রত্যাশী সৈয়দ ফারুক


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ / ২৪
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নৌকার মননোয়ন প্রত্যাশী সৈয়দ ফারুক

আমির হোসেন, বার্তা সম্পাদক::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ ৩ সংসদীয় এলাকায় নৌকার মনোনয়ন প্রত্যাশী এম পি প্রার্থী হিসেবে সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বুধবার দুপুর ১২টায় হাছননগর একটি অভিজাত রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি তাঁর এবং তার পরিবারের সকলের তথ্য তুলে ধরে বলেন, জন্মলগ্ন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।আমি যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ এক যুগ ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান এবং সংগঠনের সাথে থেকে কাজ করে আসছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা”র প্রয়োজনীয় আশুহস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ জেলা উপজেলা ও পৌরবাসী ছাড়াও দেশবাসীর নিকট দোয়া কামনা করছি। মত বিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।