[gtranslate]

সুনামগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মন্দিরে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২১, ১:৩৭ অপরাহ্ণ / ১০১
সুনামগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মন্দিরে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

 

নিউজ ডেস্ক:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সারাদেশে মন্দিরে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখা। রবিবার বিকালে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের কোনো নিরাপত্তা নেই।

বক্তারা বলেন, ধর্মীয় উন্মাদনা, গুজব ছড়িয়ে দুর্গাপূজায় মন্দির ভাঙচুর করা হয়। যা মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এসময় সারাদেশে সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির ভাঙচুরকারীদের আইনের আওতায় এতে বিচার দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি।