[gtranslate]

সুনামগঞ্জে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জুন ৭, ২০২২, ১২:১৬ অপরাহ্ণ / ৩৩
সুনামগঞ্জে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

 

মিডিয়া সেল:

০৭ জুন ২০২২ তারিখ (মঙ্গলবার) সকাল ১০:০০ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে এবং এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার ল্যাবে জেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক; সিভিল সার্জন অফিসের কর্মকর্তা; জেলা তথ্য কর্মকর্তা; জেলা শিশু বিষয়ক কর্মকর্তা; জেলা ক্রীড়া অফিসার; বন কর্মকর্তা; জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা; যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা সমবায় অফিস, জেলা মার্কেটিং অফিস, বিআরটিএ, সড়ক ও জনপথ, এলজিইডি, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা সরকারি গণগন্থাগার, বিএডিসি (বীজ), জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, জেলা মৎস্য অফিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, ইসলামিক ফাউন্ডেশন, উপআনুষ্ঠানিক শিক্ষা অফিস, জেলা সমাজসেবা অফিস, শিক্ষা প্রকৌশল, জেলা পরিষদ, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ অন্যান্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। এছাড়াও উক্ত প্রশিক্ষণ কর্মশালা দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।