[gtranslate]

সুনামগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার-এঁর মতবিনিময় সভা।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ২:৪৪ অপরাহ্ণ / ২০
সুনামগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার-এঁর মতবিনিময় সভা।

 

আজ ২৪শে ডিসেম্বর ২০২২ খ্রি. সুনামগঞ্জ জেলার সম্মানিত খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন চার্চ-এর প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ০৩:০০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়ের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। যে যার ধর্ম নির্বিঘ্নে পালন করবেন। আগামীকাল ২৫শে ডিসেম্বর বড় দিনের উৎসবকে কেন্দ্র করে প্রতিটি গির্জা ও জেলা জুড়ে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।”

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, ডিআইও-১ জনাব আজিজুর রহমান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী।